|
কলারোয়া প্রেসক্লাবের সাবেক আহবায়ক আব্দুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ
আজকের কলারোয়া -
19/09/2017
কলারোয়া প্রেসক্লাবের সাবেক আহবায়ক যশোরের দৈনিক সমাজের কথা পত্রিকার কলারোয়া প্রতিনিধি আব্দুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়েছে। সোমবার দুপুরে কলারোয়া প্রেসক্লাবের নব-গঠিত কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য আব্দুর রহমান (দৈনিক সংবাদ) বাদি হয়ে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের নিকট লিখিতভাবে এ অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বিবরণে জানা যায়- কলারোয়া প্রেসক্লাবের উন্নয়নকল্পে তালা-কলারোয়া সাতক্ষীরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য কর্তৃক গত অর্থ বছরে বরাদ্দকৃত কাবিটা প্রকল্পের ৪০ হাজার টাকা বরাদ্দ হয়। তৎকালীন প্রেসক্লাবের আহবায়ক উপজেলার পাঁচপোতা গ্রামের মৃত সাহাদাৎ মোড়লের ছেলে আব্দুর রহমানকে ওই প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির আব্দুর রহমান (দৈনিক সংবাদ) একজন সদস্য। কিন্তু প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি সাবেক আহবায়ক আব্দুর রহমান কমিটি কিংবা ক্লাবের কোন সদস্যদের সাথে মিটিং না করে প্রকল্পের অনুকলে ভূয়া ও জাল স্বাক্ষরিত কাগজপত্র দাখিল করে বরাদ্দকৃত প্রকল্পের সমুদয় টাকা (৪০ হাজার টাকা) উত্তোলন করে আত্মসাৎ করেছেন। বিধায় উক্ত প্রকল্পের সমুদয় টাকা যাতে প্রেসক্লাবের উন্নয়নকল্পে ব্যয় করা হয় এবং দাখিলকৃত সকল ভূয়া কাগজ পত্রের কপি নব-গঠিত প্রেসক্লাব কর্তৃপক্ষকে সরবরাহ করার দাবি জানানো হয় এ অভিযোগে।
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীনের নিকট জানতে চাইলে তিনি জানান- এ ঘটনায় তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তবে বিষয়টি তদন্ত পূর্ব ব্যবস্থা গ্রহন করা হবে।
সাতক্ষীরা থেকে একজন সাংবাদিক কলারোয়া প্রেসক্লাবের সাবেক আহবায়ক আব্দুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি টাকা আত্মসাতের বিষয়টি অস্বীকার করে বলেন- উত্তোলনকৃত টাকা ক্লাবের আসবাপত্র কেনা হয়েছে এবং সদস্যদের মধ্যে বন্টন করা হয়েছে।
|