Home
 
কলারোয়ায় ৪ ফুয়েল পাম্পে
ভ্রাম্যমান আদালতের জরিমানা

আজকের কলারোয়া - 19/09/2017
কলারোয়ায় লাইসেন্সের মেয়াদ উত্তীর্ন হওয়ায় পৌরসভাধীন ইউরেকা তেল পাম্প, সোনিয়া তেল পাম্প, হোসেন তেল পাম্প ও উপজেলার কাজীরহাট তেল পাম্পের মালিকদের পৃথকভাবে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরের পর ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন এসব প্রতিষ্ঠানে জরিমানা করেন। উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা যায়- সোমবার ওই সময় ভ্রাম্যমান আদালতের একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইউরেকা তেল পাম্পের মালিক শেখ তোজাম্মেল হক মানিককে ৪ হাজার টাকা, সোনিয়া তেল পাম্পের ম্যানেজার শাহাজানকে ৪ হাজার টাকা, হোসেন তেল পাম্পের ম্যানেজার আজিজুুল হককে ২ হাজার টাকা ও কাজীরহাট তেল পাম্পের ম্যানেজার আব্দুল হাকিমকে ৩ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় উপস্থিত ছিলেন থানার এএসআই নূর আলী, বিএসটিআই এর অফিসার আব্দুুর রকিব, উপজেলা নিবার্হী অফিসের বেঞ্চ সহকারী এমএ মান্নান প্রমুখ।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com