Home
 
কলারোয়ায় ১’শ টাকার জন্য ভাইকে গলাকেটে হত্যা
১৬ দিনেও হত্যাকারীকে গেফতারে ব্যার্থ

আজকের কলারোয়া - 04/03/2018
কলারোয়ায় চাঞ্চল্যকর ১’শ টাকার জন্য চাচাতো ভাইকে গলাকেটে হত্যার ১৬দিন পেরিয়ে গেলেও প্রধান আসামী ও হত্যাকারী আবু সাইদ (২২) কে থানা পুলিশ গ্রেফতার করতে না পারায় মামলার বাদী ও পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ও আতংকের মধ্যে দিন যাপনের অভিযোগ করেছেন। মামলার বাদী নিহতের ছোট ভাই রুবেল জানান, হত্যাকারী আবু সাইদ থানা পুলিশ গ্রেফতার করতে না পারায় আমরা চরম নিরাপত্তহীনতায় ভুগছি। আতংকের কারনে বাড়ীতে না থেকে আত্বীয়-স্বজনের বাড়ীতে অধিকাংশ সময় থাকতে হচ্ছে। তিনি তার ভাইয়ের হত্যাকারীকে গ্রেফতারে সাতক্ষীরা জেলা পুলিশ প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেন। এদিকে নিহতে স্ত্রী তাসলিমা জানান, তার স্বামীর হত্যাকারীকে গ্রেফতার করার জন্য থানা পুলিশ রহস্যজনক ভুমিকা পালন করছেন। দীর্ঘ ১৬ দিনেও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। তিনিও নিরাপত্তহীনতায় রয়েছেন দাবি করে তার স্বামীর হত্যাকারীকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের হস্থক্ষেপ কামনা করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সরিফুল ইসলাম জানান, আমরা একাধিক পরিকল্পনা করে কাজ করছি। ঘটনার পর আবু সাইদের ব্যবহৃত মোবাইল ফোনটি ট্রাকিং করা হচ্ছে। তিনি বলেন, হত্যাকান্ডের পর রাত ১১ টার দিকে সে উপজেলার কাজিরহাট এলাকায় অবস্থান করার পর ফোনটি বন্ধ করে দেয়। পরে মামলার গোপনীয়তার কারনে কোন মন্তব্য করতে রাজি হননি। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ জানান, মামলার বাদী ও নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এছাড়া দ্রুত হত্যাকারীকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে তিনি জানান। প্রসংগত; গত ১৬ ফেব্রুয়ারী রাত ৮টার দিকে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের উত্তর দিগং গ্রামের হাসানুর রহমানের ছেলে রুবেল (২০)কে পাওনা ১০০ টাকা না দিতে পারায় তার চাচাতো ভাই আবু সাইদ (২২) (আফসার আলীর ছেলে ) ধারালো ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে। এ ঘটনায় একই দিন রাতে নিহত রুবেলের ছোট ভাই ইমামুল বাদী হয়ে দুইজনকে আসামী করে কলারোয়া থানায় একটি হত্যা মামলা (নং-২১) দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে হত্যকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করে জব্দ করে এবং মামলার আসামী তরুনা বিবি (৪৩) কে (আবু সাইদের মা ) গ্রেফতার করে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করেন।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com