|
কলারোয়ায় ৭২পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
আজকের কলারোয়া -
04/03/2018
কলারোয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার দিবাগত রাত ৮টার দিকে কলারোয়া পৌর সদর ও উপজেলার কাজীরহাট বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার জালালাবাদ গ্রামের মৃত, মান্দার আলীর ছেলে মাদক ব্যবসায়ী ফজর আলী (৪৮) ও ধানঘোরা গ্রামের মৃত, আনছার আলীর ছেলে আমির হোসেন (৪০)।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে থানার এএসআই শাহিন কলারোয়া পৌর সদরের ঝিকরা কোল্ড ষ্টোর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ফজর আলীকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট আটক করে। তিনি বলেন একই সময় থানার এসআই ইসমাইল হোসেন উপজেলার কাজিরহাট বাজারে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আমির হোসেনকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এঘটনায় কলারোয়া থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, আটককৃতদের বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
|