Home
 
কলারোয়ার হরিদাস ঠাকুর জন্মভিটায়
৪দিনের ধর্মীয় অনুষ্ঠান শুরু

আজকের কলারোয়া - 05/03/2018
কলারোয়ার হরিদাস ঠাকুর জন্মভিটায় শুরু হলো ৪দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান। সোমবার ৫মার্চ সন্ধ্যা ৭টার দিকে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভসূচনা করেন সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনের সাংসদ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। এ সময় সদ্য প্রয়াত এমপিপুত্র অনীক আজিজের স্মরণে ১মিনিট নিরবতা ও প্রার্থনা করা হয়। কলারোয়া উপজেলার কেঁড়াগাছী শ্রীশ্রী ব্রক্ষ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটায় ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চম দোলযাত্রা উপলক্ষে ৪ দিন ব্যাপী ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৬, ৭ ও ৮মার্চ মঙ্গল, বুধ ও বৃহষ্পতিবার প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হবে। আশ্রম কমিটির সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্রের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ, পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার রবীন্দ্র নাথ দাশ, স্থানীয় কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, মহিদুল ইসলাম মেম্বর, সন্তোষ কুমার পাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশ্রম কমিটির সাধারণ সম্পাদক স্বন্দীপ রায়।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com