|
কলারোয়ায় সচেতন মহলের ক্ষুদ্ধ প্রতিক্রিয়া, পুলিশ সুপারের সভায় মাদকসেবী ধর্ষণসহ বিভিন্ন আসামী !!
আজকের কলারোয়া -
13/03/2018
মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইন শৃংখলা বিষয়ক বিশেষ সভায় বির্তকিত ব্যক্তিদের বক্তব্য দেয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলার সুশীল সামজের প্রতিনিধিরা। তারা বলেন, সচেতন জনসাধারণকে না জানিয়ে ওসি বিপ্লব দেব নাথ প্রতারনার আশ্রয় নিয়েছেন এবং সাতক্ষীরা জেলায় সদ্য যোগদানকারী সৎ পুলিশ সুপারের নিকট ভালো হওয়ার চেষ্টা করেছেন। তাদের দাবি, কলারোয়া উপজেলায় প্রতিদিনই বিভিন্ন মাদক উদ্ধার হচ্ছে যদিও ব্যাবসায়ীদের আটক করা হচ্ছে না অথচ বক্তব্য প্রদানকারী এসএম জাকির হোসেন ওসি বিপ্লব দেব নাথ মাদক মুক্ত করেছেন বলে জানালেন। আবার তার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অভিযোগ রয়েছে। অপরদিকে চন্দনপুর ইউপি চেয়ারম্যান নিজেই একজন আসামী তার বিরুদ্ধে সাতক্ষীরা জেলা আদালতে একটি মামলা রয়েছে ও সম্প্রতি এক ব্যক্তিকে হুমকি দেয়ায় কলারোয় থানায় জিডি হয়েছে। যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসানের বিরুদ্ধে এক ভারতীয় নাগরিককে ধর্ষনের অভিযোগে মামলা রয়েছে সেটি জাতীয় গনমাধ্যমে ফলাও করে প্রচারিত হয়েছে (বর্তমানে মামলাটি ধামাচাপা দেয়া রয়েছে)। জয়নগর ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন আল মাসুদের বিরুদ্ধে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের প্রায় এক লাখ ২৮ হাজার টাকা আতœসাতের চেষ্টার ঘটনায় বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার ইউনিয়নে টাকা স্থগিত রেখেছেন। এছাড়া উপস্থিতি ব্যাক্তিদের বিরুদ্ধে মাদক সিন্ডিকেটের সাথে জড়িত বলে জানান। তারা আরো বলেন, ওসি বিপ্লব দেব নাথের দূর্নিতী ও মাদক, চোরাচালানসহ সাধারন মানুষের নিকট থেকে জোর পূর্বক টাকা আদায়ের ঘটনা ফাস না হওয়ায় তিনি এই পদ্ধতি অবলম্বন করেছেন এমনটি দাবি উপজেলার সচেতনসহ সকল মানুষের। এবিষয়ে সৎ ও নির্ভিক জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমানকে তার বিরুদ্ধে তদন্তের দাবি জানান।
|