|
হাত পেতে পুলিশ কোন কিছু নেবে না -----------------পুলিশ সুপার সাজাদ্দুর রহমান
আজকের কলারোয়া -
13/03/2018
শুধু কলারোয়া উপজেলা নয়, সাতক্ষীরা জেলার এক বিন্দু মাটিতেও জামায়াত, শিবিরের স্থান হবে না। মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের সাথে কোন আপোষ নয়। পুলিশের দশ আঙ্গুলের মধ্যে নয়টি বন্ধ আর খোলা একটি আঙ্গুল শুধুমাত্র তাদের বিরুদ্ধে ট্রিগার চাপার জন্য। থানার কোন পুলিশ সদস্য মাদক ব্যবসায়ীর সাথে অর্থ লেনদেন, সেবন করলে বা কোন অবৈধ কাজে যুক্ত থাকলে আপনারা আমার নিকট ফোন করেন। থানার যে কর্মকর্তাই হোক না কেন আমি তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করবো। হাত পেতে পুলিশ কোন কিছু নেবে না।মঙ্গলবার কলারোয়া উপজেলার বামনখালী বাজারে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইন শৃংখলা বিষয়ক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার সাজাদ্দুর রহমান এসব কথা বলেন। সভায় তিনি আজ থেকে জেলায় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেন এবং উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেন। বিদ্যালয়েল শিক্ষকসহ স্থানীয় জনসাধারনকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, এলাকায় কোন সমস্যা হলে আপনারা ৯৯৯ ফোন করবেন পুলিশ ঘটনাস্থলে পৌছে যাবে। এছাড়া প্রধান অতিথি নাম উল্লেখ না করে বলেন, পুলিশের নিকট সকল তথ্য রয়েছে, সীমা লঙ্ঘন করলে কাউকে ছাড় দেয়া হবে না।
মঙ্গলবার উপজেলার বামনখালী বাজারে বিকাল ৪ টা থেকে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন কলারোয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ।
সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার তিনি বলেন, বাল্য বিবাহ না দেয়ার জন্য উপস্থিত অবিভাকদের পরামর্শ প্রদান করেন। এ সময় তিনি বলেন, ‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না’। তিনিও মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের সাথে কোন আপোষ হয় বলে কঠোর হুশিয়ারী দেন।
মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইন শৃংখলা বিষয়ক বিশেষ সভায় আরো বক্তব্য দেন, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, পূজা উদযাপন কমিরি সভাপতি মনোরঞ্জন সাহা, কলারোয়া পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, চন্দরপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান, জয়নগর ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন আল মাসুদ, যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান ।
অনুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমান।
|