|
কলারোয়ায় দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আজকের কলারোয়া -
18/03/2018
কলারোয়ায় দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
১৮ মার্চ রোববার সকালে উপজেলা মোড়ে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
সেখানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আ.লীগ নেতা সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য অালহাজ্ব শেখ অামজাদ হোসেন ও কলারোয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা অানোয়ার ময়না।
দৈনিক ভোরের ডাক পত্রিকার কলারোয়া সংবাদদাতা শিক্ষক দীপক শেঠের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর ওই উৎসবে পত্রিকাটির গৌরবময় পথ চলার প্রত্যয়ে আরো এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিতিরা।
এসময় আরো উপস্থিত ছিলেন অাজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশ, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও রাশেদুল হাসান কামরুল, এমএ সাজেদ, অাতাউর রহমান, আব্দুর রহমান, অাসাদুজ্জামান অাসাদ, সংবাদপত্র পরিবেশক সাংবাদিক মনিরুল ইসলাম মনি, ক্রীড়া সংগঠক মিয়া মো. ফারুক হোসেন স্বপন, ব্যবসায়ী মনিরুল অালম টিটু, অামজাদ হোসেন প্রমুখ।
পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক উপস্থিতিদের মুখে তুলে দেন সংবাদিক দীপক শেঠ।
|