Home
 
কলারোয়ায় বিদ্যুতের অবৈধ সংযোগের হিড়িক
২টি মিটার, সাইট লাইন ১শ’৮০টি !

আজকের কলারোয়া - 18/03/2018
কলারোয়ায় ১শ’৮০ ঘরে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ায় এলাকাবাসী রোববার সকালে সহকারী জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ সমিতির বরাবরে গণদরখাস্ত করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে- সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১১ নং দেয়াড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সেচ প্রকল্পের অধীনে মৃত বজলে দফাদারের ছেলে আ. জব্বার দফাদারের নামে বিদ্যুৎ সংযোগ নেয়। পরে তিনি গোপনে ১শ’ বাড়ীতে অবৈধ ভাবে চিকন তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যবসা শুরু করেছে। যা যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে। একই ভাবে দেয়াড়া গ্রামের মৃত আয়েচ খাঁর ছেলে ইসলাম খাঁ তার বাড়ীতে নেওয়া মিটার থেকে অবৈধ ভাবে ৮০টি ঘরে সাইট লাইন দিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়েছে। বর্তমানে ওই এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যবসা করার হিড়িক পড়েছে। এ ঘটনায় রোববার কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামের এলাকাবাসীর পক্ষে আলমগীর হোসেন, আবুল হোসেনসহ শত শত গ্রামবাসীগণ স্বাক্ষরিত দুটি অভিযোগ পত্র সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার বরাবরে দাখিল করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্তের বক্তব্য নেয়ার জন্য সংযোগ স্থাপন সম্ভব হয়নি।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com