Home
 
মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি
কলারোয়ার শহীদ মতিয়ার রহমান

আজকের কলারোয়া - 19/03/2018
মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে নিজের জীবন দিয়েও স্বীকৃতি পেল না মতিয়ার রহমান। অথচ তার গণকবরে ২১ ফেব্রুয়ারী ও ১৬ ডিসেম্বর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে থাকেন বীর মুক্তিযোদ্ধারা। এই মতিয়ার রহমান হলেন- সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঐতিহ্যবাহী হামিদপুরের পরানপুর গ্রামের মৃত. ইছতুল্লাহ সানার ছেলে। তিনি ছিলেন সু-শিক্ষিত ব্যক্তি। ১৯৭১ সালে নিজের জীবন বিলিয়ে দেন তিনি। যুদ্ধ করতে করতে যশোর জেলার জামতলা নামক স্থানে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর তিনি সহ ৫/৬জন বীরসেনা শহীদ হন। তাদের ওই স্থানে গণকবর দেয়া হয়। প্রতি বছর তাদের স্বরণ সভা সহ গণকবরে পুষ্পুমাল্য নিবেদন করেন ওই এলাকার মুক্তিযোদ্ধা সহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষেরা। এই বীর সেনার নাম উর্দ্ধে রাখতে বছর কয়েক আগে তৎকালিন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও বর্তমানে ভূমি রেকর্ড অধিদপ্তরের প্রেস অফিসার (উপ সচিব) আ.ন.ম তরিকুল ইসলাম কলারোয়া পৌর সদরের পাকা পুলের মাথায় বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের নামে ফলক নির্মাণের মাধ্যমে সড়কের নাম করণ করেন। বর্তমানে সড়কটি রয়েছে কিন্তু নাম ফলকের কোন চিহ্নও পর্যন্ত নেই। শহীদ মতিয়ার ছিলেন মৃত. ইছতুল্লাহ’র ছোট ছেলে। তারা ছিলো ৩ভাই, ৬বোন। তিনি ছিলেন ছোট। এই বীর সেনার পারিবারের মধ্যে এখনও চাচা ভাইপোরা বেঁচে রয়েছেন। তারা মরহুম বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের মুক্তিযোদ্ধার স্বীকৃতি চান। কলারোয়া উপজেলার যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধার মোসলেমউদ্দিন জানান- মতিয়ার রহমান যুদ্ধের সময় শহীদ হয়েছেন তিনি শুনেছেন। নিশ্চয় মতিয়ার রহমান একজন বীর মুক্তিযোদ্ধা। কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান- সকারের পক্ষ থেকে বহু বার বাদ পড়া বীর মুক্তিযোদ্ধা সদস্যদের নাম যাচাই বাচাই হয়েছে। কিন্তু মতিয়ার রহমানের পক্ষে কেউ কোন দিন কোন ফাইল নিয়ে জমা দেয়নি। যার কারনে তার নাম বাদ পড়তে পারে। কাগজ পত্র সঠিক থাকলে সরকার কোন দিন সুযোগ দেয় তাহলে তিনি মুক্তিযোদ্ধায় স্বীকৃতি তে নাম লেখাতে পারবেন।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com