Home
 
কলারোয়ার এসএসসি পরীক্ষার্থী রাসেল আলম
হারিয়ে ফেলছে দৃষ্টিশক্তি, সহায়তা কামনা

আজকের কলারোয়া - 21/03/2018
কলারোয়ার তুলসীডাঙ্গা গ্রামের এই ছেলেটির নাম রাসেল আলম। কলারোয়া মডেল হাইস্কুল থেকে এবার সে এসএসসি পরীক্ষা দিয়েছে। বাণিজ্য বিভাগের এই মেধাবী ছাত্র ভালো ফলাফল করবে বলে আশা করছে। কিন্তু সমস্য হচ্ছে, সময়ের ব্যবধানে ধীরে দীরে সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছে। ডান চোখে সে এখন আর তেমন দেখতে পাচ্ছেনা। রাসেলের পিতা নাসির হোসেন একজন দিনমজুর। ছেলের এই দুরবস্থায় চিকিৎসা খরচ চালিয়ে যাওয়ার মতো সাধ্য তার নেই। বিশেষজ্ঞ ডাক্তাররা জানিয়েছেন, ডান চোখের রেটিনার সমস্যা। যা অপারেশন করা ছাড়া আর কোনো বিকল্প নেই। আর এর জন্য খরচ পড়বে ৩ লাখ টাকার মতো। এই বড় অঙ্কের টাকা যোগাড়ের কোনো মাধ্যম দরিদ্র পিতার নেই। তাই টাকা যোগাড় হচ্ছে না বলে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়া যাচ্ছেনা। রাসেলের স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, সমাজের বিত্তবান মানুষ একটু সহানুভূতির হাত বাড়ালে মেধাবী এই ছেলেটি পথ খুঁজে পাবে উন্নত ভবিষ্যতের। রাসেলের মা চায়না বেগম জানান, ছেলে যে ডান চোখে কম দেখতে পাচ্ছে তা তারা আগে বুঝতে পারেননি। এটি জানা গেছে, এসএসসি পরীক্ষা চলাকালীন। পরীক্ষার পর ডাক্তার দেখানোয় তারা নিশ্চিত হয়েছেন ডান চোখের সমস্যার ব্যাপারে। সমাজের দানশীল ও বিত্তবান মানুষ তাঁর ছেলের চিকিৎসার জন্য সহানুূভূতির হাত বাড়িয়ে দেবেন-এমন আশা করছেন মা চায়না বেগম। জরুরীভিত্তিতে এখনই অপারেশন করা না গেলে পুরোপুরি ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবে রাসেল। সেই সাথে বাম চোখও ক্ষতিগ্রস্থ হবে। মানুষের সহায়তা ছাড়া রাসেলকে সুস্থ করে তোলা যাবেনা। পরিবারের পক্ষ থেকে রাসেলের চিকিৎসা সহায়তা গ্রহণের জন্য ইসলামী ব্যাংক, কলারোয়া শাখায় একটি হিসাব নং (৮৬৩) খোলা হয়েছে। এছাড়া পরিবারের সাথে যোগাযোগের জন্য একটি সেল ফোন নাম্বার (০১৮৮৪-৪৩৩৩০০) দেওয়া হয়েছে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com