Home
 
কলারোয়া জেলার শ্রেষ্ঠ থানা
বিশেষ অবদানের জন্য চার পুলিশ কর্মকর্তা পুরস্কৃত

আজকের কলারোয়া - 22/03/2018
মাদক, সন্ত্রাস, জঙ্গি, নাশকতা মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তারসহ ফেব্রুয়ারি মাসে সার্বিক আইন-শৃঙ্খলায় সাফল্য অর্জন করায় কলারোয়া থানা জেলায় শ্রেষ্ঠ হয়েছে। একই সাথে আইন-শৃঙ্খলায় বিশেষ অবদান রাখায় কলারোয়া থানার চার পুলিশকে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় কলারোয়া থানার ওসি (তদন্ত) মো. জিয়াউর রহমানের হাতে সন্মননা ক্রেস্ট ও উপহার তুলে দেন পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান। শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তারা হলেন, চৌকশ পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) পিন্টু লাল (বর্তমানে সদর সার্কেল অফিসে), এসআই সারমিন সুলতানা, এসআই সরিফুল ইসলাম ও এএসআই সাহারিয়ার হোসেন।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com