|
কলারোয়া সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
আজকের কলারোয়া -
21/03/2018
কলারোয়া সরকারি কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৮ এর পুরস্কার বিতরণী ও আলোচনা সভা দু’টি পর্বে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনব্যাপী চলা কলেজ মাঠে ওই ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্ব নজরুল ইসলাম।
সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, সহকারী অধ্যাপক হাবিবুর রহমান প্রমুখ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ।
শুরুতে আমন্ত্রিত অতিথিদেরকে কলেজের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র/ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এর আগে বুধবার সকালে দিনব্যাপী চলা কলেজ মাঠে ওই ক্রীড়া প্রতিযোগিতায় কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। এতে হাম্দ, নাত, ক্বিরাত, নৃত্য, গান, ক্রিকেট খেলাসহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসুর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য আলহাজ্জ্ব বিএম নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, সাবেক উপাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভুট্রোলাল গাইন প্রমুখ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন শফিউর রহমান শিমুল, রুবেল মল্লিক, ফিরোজ হোসেন সম্রাট, ফাহিমসহ কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ।
এদিকে, আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মঙ্গলবার। সকালে কলেজ ক্যাম্পাসে দোয়া, ফুলেল শুভেচ্ছা ও আলোচনা সভার মাধ্যমে পরীক্ষার্থীদের বিদায় জানানো হয়।
|