|
কলারোয়ায় আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উদযাপ
আজকের কলারোয়া -
21/03/2018
কলারোয়ায় আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এনজিও কারিতাস’র উদ্যোগে বুধবার সকাল ১০টায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সংস্থার আইসিডিপি ঋষি প্রকল্প’র পিআইসি সদস্য মি: শিরিল মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলারোয়া কারিতাস আইসিডিপি ঋষি প্রকল্প’র কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সুকুমার দাস।
এ সময় আরো উপস্থিত ছিলেন- লিগ্যাল প্রোমেটর এ্যাডভোকেট তাপস ভট্টাচার্য্য, জুনিয়ার অফিসার এবিএম নিজাম উদ্দিন, পিআইসি সদস্য মিলিতা মন্ডল, কারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, জলালাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।
|