Home
 
কলারোয়ার চন্দনপুর ইউনিয়নে-----
জামায়াত নেতার পুত্র ছাত্রলীগের যুগ্ন আহবায়ক !!

আজকের কলারোয়া - 22/03/2018
কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন ছাত্রলীগের ঘোষিত নয়া আহবায়ক কমিটিতে জামাত/বিএনপির প্রভাবশালী পরিবারের সন্তান স্থান পাওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষোভ ও বিষ্ময় প্রকাশ করে অবিলম্বে কমিটি থেকে তাদের অপসারণের দাবি জানিয়েছেন ছাত্রলীগ-যুবলীগের নেতৃবৃন্দ। জানা গেছে- চন্দনপুর ইউনিয়নের বিক্রমপুর গ্রামের জামাত/বিএনপি’র সক্রিয় কর্মী গোলাম রসুলের পুত্র মাহামুদুল হাসান মিন্টুকে ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক করায় ছাত্রলীগসহ ইউনিয়ন আ.লীগ, যুবলীগের কয়েকজন নেতারা তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন। ৮নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক সিল্টু জানান- ‘ছাত্রলীগের নয়া আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক মিন্টু কট্টর জামাত/বিএনপি পরিবারের সন্তান, ১৩/১৪ সালেও তারা জামাত/বিএনপির পক্ষে ব্যাপক ভূমিকা রাখে। এখন বাঁচার জন্য হাইব্রিড আওয়ামী সাজছে।’ ইউনিয়ন যুবলীগের সভাপতি ডালিম হোসেন জানান-‘বর্তমান সময়ে এটা কোন ভাবেই মেনে নেয়া যায় না।’ ছাত্রলীগের চন্দনপুর ইউনিয়ন কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নয়া কমিটির ৩নং যুগ্ন আহবায়ক হিমেল বলেন- ‘মিন্টুর মত হাইব্রিড নেতা যদি কমিটিতে থাকে তাহলে আমি বা আমরা এই কমিটিতে থাকবো কিনা সন্দেহ আছে।’ বিষয়টি থানা ছাত্রলীগের সভাপতি চেয়ারম্যান ইমরান হোসেন বলেন- ‘ঘটনার সত্যতা মিললে সাংগঠনিক ভাবে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।’ যার বিরুদ্ধে এত অভিযোগ বা হাইব্রিড নেতা বলা হচ্ছে সেই মিন্টুর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com