|
কলারোয়ার চন্দনপুর ইউনিয়নে-----জামায়াত নেতার পুত্র ছাত্রলীগের যুগ্ন আহবায়ক !!
আজকের কলারোয়া -
22/03/2018
কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন ছাত্রলীগের ঘোষিত নয়া আহবায়ক কমিটিতে জামাত/বিএনপির প্রভাবশালী পরিবারের সন্তান স্থান পাওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষোভ ও বিষ্ময় প্রকাশ করে অবিলম্বে কমিটি থেকে তাদের অপসারণের দাবি জানিয়েছেন ছাত্রলীগ-যুবলীগের নেতৃবৃন্দ।
জানা গেছে- চন্দনপুর ইউনিয়নের বিক্রমপুর গ্রামের জামাত/বিএনপি’র সক্রিয় কর্মী গোলাম রসুলের পুত্র মাহামুদুল হাসান মিন্টুকে ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক করায় ছাত্রলীগসহ ইউনিয়ন আ.লীগ, যুবলীগের কয়েকজন নেতারা তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন।
৮নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক সিল্টু জানান- ‘ছাত্রলীগের নয়া আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক মিন্টু কট্টর জামাত/বিএনপি পরিবারের সন্তান, ১৩/১৪ সালেও তারা জামাত/বিএনপির পক্ষে ব্যাপক ভূমিকা রাখে। এখন বাঁচার জন্য হাইব্রিড আওয়ামী সাজছে।’
ইউনিয়ন যুবলীগের সভাপতি ডালিম হোসেন জানান-‘বর্তমান সময়ে এটা কোন ভাবেই মেনে নেয়া যায় না।’
ছাত্রলীগের চন্দনপুর ইউনিয়ন কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নয়া কমিটির ৩নং যুগ্ন আহবায়ক হিমেল বলেন- ‘মিন্টুর মত হাইব্রিড নেতা যদি কমিটিতে থাকে তাহলে আমি বা আমরা এই কমিটিতে থাকবো কিনা সন্দেহ আছে।’
বিষয়টি থানা ছাত্রলীগের সভাপতি চেয়ারম্যান ইমরান হোসেন বলেন- ‘ঘটনার সত্যতা মিললে সাংগঠনিক ভাবে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।’
যার বিরুদ্ধে এত অভিযোগ বা হাইব্রিড নেতা বলা হচ্ছে সেই মিন্টুর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
|