|
কলারোয়ায় সিএইচসিপিদের মিলন মেলা
আজকের কলারোয়া -
25/03/2018
কলারোয়া উপজেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) বার্ষিক বনভোজন ও পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি’রা পরিবার-পরিজনসহ ওই বনভোজনে অংশ নেন। শুক্রবার উপজেলার যুগিখালী ইউনিয়নের জাহাজমারি এবি পার্কে দিনভর অনুষ্ঠিত ওই বনভোজনটি পারিবারিক মিলন মেলায় রূপ নেয়। সাথে যোগ হয় প্রীতি খেলাধূলা, কুইজ প্রতিযোগিতাসহ নানান আয়োজন। সিএইচসিপিদের ওই আয়োজনে যোগ দেন কলারোয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার (টিএইচও) ডা. কামরুল ইসলাম, হাসপাতালের হিসাবরক্ষক আবুল কালাম আাজদ, সেনেটারি পরিদর্শক শফিকুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক গোলাম সরোয়ার, ইপিআই টেকনিশিয়ান নাজমুল হোসেন, উপজেলা সিএইচসিপি এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আবু হাসান, কোষাধ্যক্ষ আমিনুর রহমানসহ উপজেলার ২৩টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি ও তাদের পরিবার-পরিজন।
|