Home
 
কলারোয়ার পালাপাড়া বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন
আজকের কলারোয়া - 25/03/2018
কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালন করা হয়েছে। রবিবার বিকেলে কলারোয়ার উত্তর মুরারীকাটি পালপাড়ায় একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় গণহত্যার শিকার শহীদদের বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শহীদদের স্মরণে আলোচনা সভা ও বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম মোস্তফা, ডেপুটি কমান্ডার আবুল হোসেন, সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলি, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, মাস্টার আব্দুর রউফ, কৃষি কর্মকর্তা মহাসীন আলি, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন প্রমুখ। পালপাড়া বধ্যভূমি সংরক্ষণ কমিটির সভাপতি শ্রী গোষ্ট চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক অসীম কুমার ঘোষ, অধ্যাপক শান্ত পাল, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, পৌর কাউন্সিলর সন্ধ্যা রাণী বর্মন, সন্তোষ পাল, সুনীল সাহা, তৈলক্ষ পাল, ময়না পাল, মাস্টার দিলিপ পাল, স্বপন পাল, শ্রীকান্ত পাল, অর্জন পাল প্রমুখ। একাত্তরের ২৫ মার্চ এর ভয়াল কালরাত্রীতে নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানী হানাদার বাহিনীর বর্বর হত্যাযজ্ঞে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে পালপাড়া বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন করেন অতিথিবৃন্দ।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন মাস্টার প্রদীপ পাল। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের করা হয়। উল্লেখ্য, স্বাধীনতার দোষরা ১৯৭১সালের ২৮এপ্রিল ওই স্থানে পালপাড়ার ৯জন সনাতন ধর্মাবলম্বীসহ ১১জনকে নৃশংস ভাবে হত্যা করে বলে জানা যায়।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com