Home
 
কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা
সৈয়দ আলিকে সংবর্ধিত

আজকের কলারোয়া - 25/03/2018
কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে রোববার একাত্তরের বীর যোদ্ধা সৈয়দ আলিকে সংবর্ধিত করা হয়। সৈয়দ আলি বর্তমানে কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাংগঠনিক কমান্ডার। সংবর্ধিত মুক্তিযোদ্ধা সৈয়দ আলি শিশুকালে এই বিদ্যালয়েরই ছাত্র ছিলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যদানকালে তিনি মহান মুক্তিযুদ্ধে তাঁর দু:সাহসিক অভিযানের বর্ণনা তুলে ধরেন। তিনি কচি-কোমল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- দেশ হলো মায়ের মতো। দেশকে আজীবন ভালোবাসতে হবে। এরজন্য জীবনে ত্যাগের মানসিকতা সৃষ্টি করতে হবে। বিদ্যালয়েরে প্রধান শিক্ষক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সৈয়দ আলিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শাহিনা খাতুন, ফেরদৌসী পারভীন, সুলতানা কামরুন্নেছা, লাছমিনা খাতুন, শিরিন সুলতানা, সৈয়দা রিক্তা খানম, আনোয়ারা খাতুন, অনুপ কুমার ঘোষ, নাসরিন সুলতানা, তহমিনা সুলতানা, বাবেয়া বছরী প্রমুখ।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com