Home
 
কলারোয়ায় জামায়াত নেতাসহ আটক-১৭
আজকের কলারোয়া - 25/03/2018
কলারোয়ায় জামায়াত নেতাসহ ১৭ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে তারা আটক হয়। আটককৃতদের মধ্যে জামায়াত নেতাসহ নিয়মিত মামলার ৮জন এবং ওয়ারেন্টভূক্ত ৯জন আসামি রয়েছেন। আটককৃতদের মধ্যে রয়েছে- নিয়মিত মামলার আসামি স্থানীয় জামায়াত নেতা উপজেলার রায়টা গ্রামের মৃত ইব্রাহিম সরদারের ছেলে ইমান আলী সরদার (৬০), পুরাতন মামলার পলাতক আসামি রামকৃষ্ণপুর গ্রামের মৃত এলাহী মুন্সির ছেলে ইউছুফ (২২), নাথপুর গ্রামের শাহজাহানের ছেলে রায়হান (১৯) সহ অন্য আসামি। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। থানা সূত্র জানায়- কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথের নির্দেশনায় কলারোয়া থানা এলাকায় পৃথক ভাবে বিশেষ অভিযান পরিচালনা কালে এসআই (নিঃ) সিরাজুল ইসলাম, এসআই (নিঃ) রইচ উদ্দীন, এএসআই (নিঃ) শাহিনুর ইসলাম ও সঙ্গীয় ফোর্স এর সহযোগীতায় আসামিদের আটক করা হয়। রবিবার আটকদের সাতক্ষীরার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com