|
বিন¤্র শ্রদ্ধায় গণহত্যা দিবস পালন
আজকের কলারোয়া -
25/03/2018
কলারোয়ায় কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, গণহত্যায় খুলানা বিভাগ শীর্ষক স্মারক হস্তান্তর ও প্রদীপ প্রজ্জ্বলন। রোববার বিকেলে কলারোয়া মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ‘স্বাধীনতা’র পাদদেশে পাবলিক ইনস্টিটিউট ও যুদ্ধদলিল, সাতক্ষীরা’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার গোলাম মোস্তফা, ডেপুটি কমান্ডার আবুল হোসেন, সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলি, উপজেলা কৃষি কর্মকর্তা মহাসীন আলি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আতিকুজ্জামান, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আলোচনা করেন প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, পাবলিক ইনস্টিটিউট’র ক্রীড়া সম্পাদক মিয়া ফারুক হোসেন স্বপন প্রমুখ।
|