Home
 
কলারোয়া জুয়াড়ীদের অভয়অরণ্য
পুলিশের অর্থ বাণিজ্যের অভিযোগ এলাকাবাসির

আজকের কলারোয়া - 25/03/2018
কলারোয়া উপজেলার একাধিক চিহ্নিত স্থানে দিন-রাতব্যাপী রমরমা জুয়ার (তাস) চলছে। স্থানীয় প্রভাবশালীদের নিয়ন্ত্রণ ও পুলিশ প্রশাসনের কিছ অসাধু ব্যক্তি এসব জুয়ার আসর পরিচালনা করছে এমন অভিযোগ স্থানীয় এলাকাবাসির। তারা এলাকার পরিবেশ নষ্ট ও উপজেলার যুব সমাজকে বিপদগামী থেকে রক্ষায় চিহ্নিত এসব স্থানে জুয়া খেলা বন্ধের দাবি জানিয়ে অবিলম্বে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। কলারোয়া পৌর সদর, দেয়াড়া, যুগীখালী ও চন্দনপুর ইউনিয়নের কয়েকজন অবিভাবক নাম প্রকাশ না করার শর্তে জানান, স্থানীয় ক্ষমতাশীন দলের নেতারা মোটা অংকের টাকার বিনিময়ে ম্যানেজ করে এসব জুয়ার আসর পরিচালনা করছে। এছাড়া রাতে কয়েকটি এলাকায় পার্শ্ববর্তী উপজেলাগুলি থেকে জুয়াড়ীরা নিরাপদে জুয়া খেলতে রাতভর অবস্থান করছে এমনকি প্রতিদিন লাখ লাখ টাকার রমরমা জুয়ার আসর চলায় আতংকে রয়েছে উপজেলার অবিভাবকসহ স্থানীয় এলাকাবাসি। তাদের অভিযোগ, কলারোয়া পৌর সদরের তুলশীডাঙ্গা এলাকায় (ইউরেকা পেট্রলপাম্প সংলগ্ন) সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়, দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজারের কৃষি ব্যাংক সংলগ্ন সার্জিক্যাল ক্লিনিকের নীচে (ভাড়াকৃত রুম), খোরদো ব্রীজের নীচে, দেয়াড়া বাজারের পাশে, যুগীখালী ইউনিয়নের পার্কে, বামানখালী এলাকায়, চন্দুনপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশে, কাজীরহাট বাজার এলাকায় প্রতিদিন দিনে ও রাতভর জুয়ার আসর চলছে। বিশেষ করে কলারোয়া শ্রমিক ইউনিয়ন অফিস ও খোরদো সার্জিক্যাল ক্লিনিক এর নিচে জেলার বিভিন্ন স্থান ও পার্শ্ববর্তী অন্য জেলার জুয়াড়ীরা নিয়মিত রাতভর জুয়ার আসরে মগ্ন থাকছে। তারা বলেন, এসব স্থানে থানা বা ফাড়ি পুলিশ অভিযান পরিচালনা না করায় প্রতিনিয়ত জুয়াড়ীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর প্রভাবশালী ব্যাক্তিরা পরিচালনা করায় স্থানীয় জনসাধারণ ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। এছাড়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদো ব্রীজের নিচে ও খোরদো বাজারের সার্জিক্যাল ক্লিনিকের নিচে রুম ভাড়া নিয়ে স্থানীয় ক্ষমতাশীন দলের এক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতা থানা পুলিশ ও খোরদো পুলিশ ফাঁড়িকে অর্থের বিনিময়ে ম্যানেজ করে নিরাপদে লাখ লাখ টাকার জুয়ার আসর চালিয়ে যাচ্ছে। তারা আরো বলেন, যুগিখালী ইউনিয়নের একটি বিশেষ পার্কে দিন-রাতব্যাপী জুয়ার আসর চললেও অজানা কারণে পুলিশ প্রশাসনের নীরবতা পালন করছে আর এ কারণেই উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রাম এলাকায় জুয়া খেলার আসর দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। কলারোয়া জাতীয় সড়ক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম জানান, আমাদের অফিসে কোন জুয়া খেলা হয় না। কেউ দিয়ে সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়েছে। দেয়াড়া ইউপি সদস্য (জুয়া খেলা পরিচালনাকারী) কওছারের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদকে রিপোর্ট না করার জন্য অনুরোধ জানিয়ে বলেন, আমরা অনেক সাংবাদিককে খুশি করেছি, আপনাকেও খুশি করাবো। কলারোয়া খোরদো পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল অর্থ নেয়ার কথা অস্বীকার করে জানান, এখানে কোন জুয়া খেলা হয় না। তবে রাতে ধারন করা সার্জিক্যাল ক্লিনিকের নিচে জুয়া খেলা ছবির বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে মন্তব্য না করে জরুরী অভিযানের কথা বলে বাইরে চলে যান। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ জুয়ার আসর ও অর্থ বাণিজ্যের বিষয়ে অস্বীকার করে জানান, কলারোয়া উপজেলায় মাদক, সন্ত্রাস, জুয়াসহ কোন অপকর্মকারীদের স্থান এখানে হবে না। তিনি বলেন, আমার জানামতে উপজেলার কোন স্থানে এধরনের জুয়ার আসর হয় না। তিনি কলারোয়াকে মাদক, সন্ত্রাস, জঙ্গিমুক্ত করার জন্য গনমাধ্যমকর্মিদের তথ্য নির্ভর সংবাদ প্রকাশ করার অনুরোধ জানান এবং মাদক মুক্ত কলারোয়া উপহার দেয়ার জন্য উপজেলার সকল মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সূত্র -দৈনিক পত্রদূত।
 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com