|
কলারোয়ায় থ্রি ইন ওয়ানডুবুরী কবির
আজকের কলারোয়া -
29/03/2018
সাপধরা, মাদুলী বিক্রয় ও হারিয়ে যাওয়া স্বর্ণের গহনা খুজতে ডুবুরী কবীর এখন কলারোয়ায়!
কলারোয়ায় স্বর্ণের গহনা হারিয়ে গেলে আর কোন চিন্তা নেই। একজন হেল্পফুল মানুষ আপনাদের মাঝে এসে গেছে সেই পুরুষ্কার বিখ্যাত ডুবুরী কবীর সরদার। ঢাকা বিক্রমপুর থেকে আসা এই ডুবুরী, সাপধরা ও মাদুলী বিক্রয়সহ এখন কলারোয়ার বিভিন্ন গ্রামে গঞ্জের পুকুরে পড়ে যাওয়া স্বর্ণের গহনা, আংটি, চেইন, হাতের বালা, রুলি, কানপাশা, দুল, টিকলি, নাকফুল ইত্যাদি খুজে বের করে দিচ্ছেন। তার অনেক প্রমানও রয়েছে। এছাড়া যে কোন ধরনের বিষক্ত সাপধরা, সাপের কামড় ও অন্যান্য উপসর্গের প্রতিরোধের জন্য মাদুলী বিক্রয় করেন। — এমনই একজন ডুবুরী কবির।
বিভিন্ন স্থানে ও দেয়ালে তার নাম ও মোবাইল নং লেখাও দেখা যাচ্ছে যত্রতত্র। যেন তিনি থ্রি ইন ওয়ান। বিষয়টি নিয়ে অনেকে অনেকরকম মন্তব্য ছুড়লেও উপরোক্ত সমস্যার সম্মুখিন হলে অনেকে আবার তাকে খোজও করছেন।
বর্তমানে ডুবুরী কবির কলারোয়া পৌরসভার বেত্রবতী হাইস্কুলের সামনে ঠিকানা গেড়েছেন। তার পুরো নাম কবীর সরদার, যোগাযোগে ০১৭৪৩ ৭৭৪৭৬৯।
শুধু তাই নয়- বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে জনপ্রতিনিধি বা জননেতাদের মতো সে কুশলাদি বিনিময় করে মাঝে মাঝে চা আপ্যায়ন করাচ্ছেন তার পরিচিতদেরকে।
এক পর্যায়ে দেখা হলে তিনি প্রতিবেদককে জানান- ‘আমি সব ছেড়ে আপনাদের মাঝে এসেছি।’ ‘আমি সারাটা জীবন পরিবারকে নিয়ে এখানে থাকতে চাই’ আবেকজড়িত কন্ঠে যোগ করেন তিনি।
|