|
কলারোয়া সীমান্তে ৩ বাংলাদেশিকেহস্তান্তর করেছে বিএসএফ
আজকের কলারোয়া -
29/03/2018
কলারোয়ায় কাকডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতের তারালী বিএসএফ ক্যাম্পে আটক ভাই-বোনসহ ৩ বাংলাদেশি বিজিবি’র নিকট হস্তান্তর করেছে বিএসএফ। বুধবার সন্ধ্যায় ও বৃহষ্পতিবার বিকেলে ওই হস্তান্তরের ঘটনা ঘটে।
জানা গেছে- বুধবার সন্ধ্যায় উপজেলার কেড়াগাছি সীমান্তের মেইন পিলার ১৩/৩ এস ৬ আরবী’র নিকট সোনাই নদীর ধারে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করে বিএসএফ।
হস্তান্তরকারীরা হলেন- খুলনা জেলার দিঘলিয়া থানার হাজিগ্রাম গ্রামের শ্রী লক্ষন বিশ্বাসের ছেলে তুষার বিশ্বাস (২৬), মেয়ে জ্যোতি বিশ্বাস (১৮)। কাকডাঙ্গা ক্যাম্পের ল্যাঃ নায়েক মোস্তফা কামাল জানান- গত কয়েকদিন আগে ওই দুই জন অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতের ওই বিএসএফ ক্যাম্প এলাকায় ঘোরাফেরা করছিল। এ সময় টহলরত বিএিসএফ সদস্যরা তাদের আটক করে কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের পত্র প্রেরণ করে।
বুধবার ওই সময় ওই সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে তাদেরকে বিজিবি’র নিকট হস্তান্তর করে বিএসএফ। পরে রাতে তাদেরকে থানা পুলিশে সোর্পদ করে।
এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান।
অপরদিকে, বৃহষ্পতিবার বিকেলে কলারোয়া সীমান্তে অপর এক যুবককে বিজিবির নিকট হস্তান্তর করেছে বিজিবি।
এদিকে, কলারোয়ায় এক বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার রাতে উপজেলার গয়ড়া বাজার থেকে থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দেবনাথের নির্দেশ মোতাবেক এসআই রইচ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী চন্দনপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে বিএনপি কর্মী ইমানুর রহমান (৪০)।
গ্রেফতারকৃতকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
|