|
মাদক আর নাশকতাকারীদের কোন ছাড় নেইকলারোয়া উপজেলার সরসকাটিতে...ওসি বিপ্লব দেব নাথ
আজকের কলারোয়া -
29/03/2018
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ বলেছেন- ‘মাদক আর নাশকতাকারীদের কোন ছাড় নেই। যে মুখে মা ডাকি সেই মুখে মাদককে না বলি। মাদক আর নাশকতাকারীদের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কোন পুলিশ সদস্যও যদি মাদকের সাথে আপোষ করে তবে তাকেও ছাড়া হবে না।
ওসি বিপ্লব হুশিয়ারী উচ্চারণ করে বলেন- ‘যারা মাদক নিয়ে থানা পুলিশের কাছে তদবির করবেন তাদেরকেও আইনের আওতায় আনা হবে।’
২৯মার্চ বৃহষ্পতিবার সন্ধ্যায় কলারোয়া উপজেলার সরসকাটিতে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওসি বিপ্লব কুমার নাথ আরো বলেন- ‘কলারোয়া থানায় সেবা পেতে টাকা লাগে না। কলারোয়ায় সন্ত্রাসী, জঙ্গীবাদ, নারী নির্যাতনকারী ও এসব কাজে মদদ দানকারিদের সাথে থানা পুলিশসহ জেলা পুলিশ আপোষ করে না। নাশকতা সৃষ্টিকারীদের সাথে এক টেবিলে বসে চা পান করা হবে না।’
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’- প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার ১নং জয়নগর ইউনিয়নের মানিকনগর গ্রামে কমিউনিটি পুলিশিং ফোরামের ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জয়নগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পুলিশিং ফোরামের সভাপতি সাংবাদিক আব্দুর রহমান।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জয়নগর ইউপি চেয়ারম্যান ছামছুদ্দিন আল মাসুদ বাবু, সাংবাদিক মোশাররফ হোসেন, সরসকাটি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক মাজরিহা হুসাইন, জয়নগর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক তাপস কুমার পাল, স্বেচ্ছাসেবকলীগের উপজেলা কমিটির সদস্য আসাদুজ্জামন খা, ইউনিয়ন আ.লীগের তথ্য ও গবেষনা সম্পাদক বিপ্র কুমার সাহা প্রমুখ।
|