Home
 
মাদক উদ্ধারে ব্যার্থতার অভিযোগ
কলারোয়ায় এক বছরে আটক ২হাজার ৬৭জন

আজকের কলারোয়া - 31/03/2018
কলারোয়া থানা পুলিশের অভিযানে গত এক বছরে (মার্চ, ২০১৭-মার্চ,২০১৮) নাশকতা, সাজাপ্রাপ্ত, মাদকসহ বিভিন্ন মামলায় ২ হাজার ৬৭ জন আসামীকে আটক করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র, গুলি, সোনা, রূপাসহ বিভিন্ন মাদক। তবে উন্নতি হয়নি আইন-শৃংখলা পরিস্থিতির। এদিকে কলারোয়া উপজেলার ১৭ কিলোমিটার ভারত সীমান্ত দিয়ে ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদকের প্রবেশ ও সোনা চোরাচালানীদের ব্যাপক তৎপরতায় চললেও এক বছরে থানা পুলিশের মাদক ব্যবসায়ী আটক ও মাদক উদ্ধারে ব্যার্থ দাবি করে কঠোর কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন উপজেলার সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা বলেন, পুলিশের অভিযান কঠোর হলে সীমান্তসহ উপজেলায় বিভিন্ন স্থান থেকে কয়েক লাখ বোতল ফেনসিডিলসহ বিভিন্ন মাদক উদ্ধার করা সম্ভব হতো। এ বিষয়ে তারা থানা পুলিশকে আরো বেশী গুরুত্ব দেয়ার আহবান জানান। কলারোয়া থানা সূত্র জানাগেছে, ২০১৭ সালের মার্চ মাস থেকে ২০১৮ সালের ৩১মার্চ পর্যন্ত কলারোয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ হাজার ৬৭জন আসামিকে আটক করেছে। আটকৃতদের মধ্যে নাশকতা মামলায় ১’শ ৭৪জন, বিভিন্ন মাদক মামলায় ২’শ ১২জন, জিআর ওয়ারেন্টভূক্ত মামলায় ৭’শ ৭৫জন, সিআর ওয়ারেন্টভূক্ত মামলায় ৩’শ ৩১জন, সাজাপ্রাপ্ত পলাতক আসামী ৪৭জন এবং নিয়মিত মামলায় ৪’শ ৬৭জন কে গ্রেফতার করা হয়েছে। এসময় থানা পুলিশের অভিযানে উদ্ধার করা হয়েছে ২টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ২রাউন্ড তাজা গুলি, চোরাচালানীদের নিকট থেকে ১’শ ৪০ভরি সোনা, ১১কেজি ১’শ গ্রাম রূপা, মাত্র ২হাজার ৬’শ ৭৬ বোতল ফেনসিডিল, ১হাজার ৭’শ ৮৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১২ কেজি গাঁজা, উদ্ধার করা হয়েছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ জানান, গত এক বছরে থানা পুলশর সদস্যরা ধারাবাহিক অভিযান চালিয়েছে এসব আসামী গ্রেফতার ও বিভিন্ন মালামল উদ্ধার করতে স্বক্ষম হয়েছে। তিনি কলারোয়া উপজেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করতে উপজেলাবাসীর সহযোগীতা কামনা করে বলেন, কলারোয়া উপজেলায় মাদক, সন্ত্রাস, নাশকতাকারীদের কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com