|
৩১মার্চ শনিবার সাতক্ষীরায়স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন
আজকের কলারোয়া -
30/03/2018
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি ৩১মার্চ শনিবার সাতক্ষীরার দেবহাটা থানার নতুন ভবন উদ্বোধন করতে আসছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে ইতিমধ্যে উপজেলা আওয়ামীলীগ ও পুলিশ প্রশাসনের উদ্যোগে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী দেবহাটা থানার নতুন ভবন উদ্বোধনের পাশাপাশি তিনি পুলিশ প্রশাসনের আয়োজনে দেবহাটায় সুধী সমাবেশে অংশগ্রহনসহ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানায়, শনিবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারযোগে দেবহাটা ফুটবল মাঠে সকাল সাড়ে ১০ টায় আসবেন। পরে তিনি থানার নতুন ভবন উদ্বোধন করে দেবহাটা হাইস্কুল সম্মুখে স্থানীয় সুধীজনের সাথে এক সুধী সমাবেশে অংশগ্রহন করবেন।
সুধী সমাবেশে সভাপতিত্ব করবেন সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আসাদুজ্জামান খাঁন কামাল এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যথাক্রমে অধ্যাপক ডা. রুহুল হক এমপি, মীর মোস্তাক আহম্মেদ রবি এমপি, এস.এম জগলুল জগলুল হায়দার এমপি, এ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ এমপি, মিসেস রিফাত আমিন এমপি, খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহম্মদ বিপিএম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুনসুর আহম্মেদ ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব নজরুল ইসলাম।
মতবিনিময় শেষে তিনি নলতার খাঁন বাহাদুর আহছানউল্লাহ (রঃ) মাজার জিয়ারত সহ দুপুরে মধ্যহ্নভোজ করবেন। পরে দেবহাটা উপজেলার দেবীশহর মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক জনসভায় অংশগ্রহন করবেন।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করবেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান।
সমাবেশ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সুন্দরবন ঘুরবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, বৃটিশ শাসনামলে তৈরী দেবহাটা থানার পূর্বের ভবনটি জরাজীর্ন হওয়ার কারনে গত ২০১৪ সালে ঐ ভবনটি সংশ্লিষ্ট মন্ত্রনালয় থেকে বিক্রি করে দেয়া হয়।
সূত্র মতে জানা গেছে, নতুন ভবন ও প্রাচীর নির্মান বাবদ ৬ কোটি ৩৮ লক্ষ ২০ হাজার ৯ শত ১৬ টাকা বরাদ্দ দেয়া হয়। কাজটি করার জন্য যশোরের বিশ্বাস বিল্ডার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান দায়িত্ব পায়। গত ২০১৪ সালের ৯ নভেম্বর তারিখে থানা ভবনটি তৈরীর জন্য কাজের ওয়ার্ক অর্ডার দেয়া হয়। আর কাজটি শুরু করা হয় ২০১৫ সালের ৮ মার্চ। নতুন ভবনটি তৈরীর কাজ শেষ হয়ে গেছে।
দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন জানিয়েছেন, মন্ত্রী মহোদয়ের আগমনকে কেন্দ্র করে একটি নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা সহ সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
|