|
কলারোয়ায় অজ্ঞান পাটির কবলে এক ব্যবসায়ী৯০হাজার টাকা নিয়ে চম্পট
আজকের কলারোয়া -
30/03/2018
কলারোয়ায় এক ব্যবসায়ীকে অচেতন করে ৯০হাজার টাকা নিয়ে চম্পট দিলো অজ্ঞান পাটি। ঘটনাটি ঘটেছে, শুক্রবার বেলা ২টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের চলন্ত যাত্রীবাহি বাসে। জানা জায়,উপজেলার সোনাবাড়ীয়া গ্রামের মৃত শকুর আলীর ছেলে লাল্টু হোসেন (৩৫) তার বুনাই হৃদয় কে একটি মোটর সাইকেল কিনে দেওয়ার জন্য ৯০ হাজার টাকা নিয়ে বাগেরহাটে যায়। পরে বুনাই হৃদয় মোটর সাইকেল না নিলে সে উক্ত টাকা নিয়ে বাড়ী ফিরে আসার পথে অজ্ঞান পাটির কবলে পড়ে। সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বাস অচেতন অবস্থায় লাল্টু হোসেনকে কলারোয়া উপজেলা বাস ষ্টান্ডে নামিয়ে দিয়ে চলে যায়। পরে পথচারীরা তাকে কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার জ্ঞান ফিরে আসেনি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎস্যকরা আহত লাল্টুর অবস্থা ভাল বলে জানিয়েছেন।
|