Home
 
কলারোয়ার খোরদোয়
গ্রামের কাগজের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আজকের কলারোয়া - 05/04/2018
কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজারস্থ প্রেসক্লাবে দৈনিক গ্রামের কাগজের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ০৩ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় খোরদো বাজারের গ্রামের কাগজের আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক ও খোরদো প্রেসক্লাবের সভাপতি মেহেদী মাসুদের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কেক কাটা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোরদো পুলিশ ক্যাম্পের আইসি সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- শহিদুল ইসলাম, পুলিশের এএসআই এজাজ মাহমুদ, খোরদো প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আইয়ুব হোসেন, সাংবাদিক সরদার কালাম, সাংবাদিক জিএম জিয়া, আহসানুল্লাহ, সেলিম হোসেন, জি.এম রিপন, আলমগীর হোসেন, রোকনুজ্জামান, কামাল হোসেন, আকছেদ আলী, গোলাম রসূল, রতন সেন, জামাল উদ্দিন প্রমুখ।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com