|
কলারোয়ায় গাঁজাসহ যুবক আটক৬মাসের কারাদন্ড
আজকের কলারোয়া -
05/04/2018
কলারোয়ায় গাঁজাসহ যুবক আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসাররা। পরে তাকে ৬মাসের কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত।
বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক লাকিয়া খানমের নেতৃত্বে কয়েকজন স্টাফ উপজেলার কাজিরহাট বাজার সংলগ্ন উত্তর রঘুনাথপুর গ্রামের মামুনের বাড়ি থেকে তাকে আটক করে। সেসময় বসতবাড়ীর ঘর তল্লাসী করে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মামুন হেলাতলা ইউনিয়নের উত্তর রঘুনাথপুর গ্রামের সুজাউদ্দিনের ছেলে।
সে দীর্ঘদিন যাবত মাদকের সাথে জড়িত। মাদক সেবনের পাশাপাশি মাদক বিক্রি করে এলাকার যুব সমাজের ধ্বংস করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ভ্রাম্যমান আদালতে আটক মামুনকে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা লাকিয়া খানম।
|