|
কলারোয়ায় ছুড়ে দেয়া ভাতের গরম ফ্যানেঝলসে গেলো বৃদ্ধার শরীর
আজকের কলারোয়া -
14/04/2018
কলারোয়ায় বিরোধের জের ধরে প্রতিবেশির গরম ভাতের ফ্যান ছুড়ে দেয়ায় এক ষাটোর্দ্ধ বৃদ্ধার শরীর ঝলসে গিয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার পানিকাউরিয়া গ্রামে। আহত বৃদ্ধা মরিয়ম বেগম (৬০) কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযোগ সূত্রে জানা গেছে- গত ৯ এপ্রিল বিকেলে উপজেলার পানিকাউরিয়া গ্রামের ইয়ার আলীর স্ত্রী নাছিমা খাতুনের সাথে হাস তাড়িয়ে দেয়াকে কেন্দ্র করে প্রতিবেশি ইছহাক আলী, তার স্ত্রী হালিমা খাতুন ও পুত্র হাফিজুল ইসলামের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে রান্নাঘরে থাকা ভাতের গরম ফ্যান নাছিমার মা মরিয়ম বেগমকে লক্ষ্য করে ছুড়ে মারে। এতে মরিয়ম বেগমের মুখমন্ডল, হাত, বুকসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। সেসময় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় কলারোয়া থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান নাছিমা খাতুন।
|