Home
 
সাতক্ষীরা সীমান্তে মিলল ৩ কেজি স্বর্ণ
আজকের কলারোয়া - 05/04/2018
সাতক্ষীরার কলারোয়া উপজেলা সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের অভিযানে ২৭টি স্বর্ণের বার (দুই কেজি ৭০০ গ্রাম) উদ্ধার করা হয়েছে। উপজেলার কাঁকডাঙ্গা বিওপি ও সদর উপজেলার তলুইগাছা বিওপির সদস্যরা যৌভাবে এ বারগুলো উদ্ধার করেন। আজ বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান। মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল বুধবার দুপুরে কলারোয়ার কাঁকডাঙ্গা বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সীমান্তে একদল চোরাচালানীদের ধাওয়া করে। এ সময় চোরাচালানীরা বিজিবির ধাওয়ায় সীমান্তের তলুইগাছা এলাকার কামারবড়ি নামক স্থানে একটি পোটলা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই পোটলাটি উদ্ধার করে তল্লাশি করে। পরে সেখানে ২৭টি স্বর্ণের বার পাওয়া যায়। বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় কোনো চোচালানীকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে একটি সাইকেল ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com