Home
 
কলারোয়া মিতা ব্রিকসের সংবাদ প্রকাশে
দৌড়ঝাঁপ শুরু, উপজেলা প্রশাসনের নীরবতা!

আজকের কলারোয়া - 05/04/2018
কলারোয়ায় অবৈধভাবে নির্মিত মিতা ব্রিকসের অনুমোদন না থাকা, পরিবেশ অধিদপ্তর ও সাতক্ষীরা জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা এবং অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশ অমান্য করে ৩ বছর যাবত ভাটার কার্যকমের ঘটনায় সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ শুরু করেছে ইটভাটা মালিক জামাতের অর্থদাতা হিসেবে পরিচিত মিনহাজ উদ্দিন। একাধিক রাজনৈতিক শীর্ষ নেতাদের মাধ্যমে উপজেলা প্রশাসনসহ কর্তৃপক্ষকে ম্যানেজ করতে লক্ষ টাকার গোপন মিশনে নেমেছে বলে জানিয়েছে স্থানীয়রা। অপরদিকে সংবাদ প্রকাশের পর গত এক সপ্তাহ অতিবাহিত হলেও কলারোয়া উপজেলা প্রশাসন এঘটনায় কোন ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেছে উপজেলার পরিবেশবাদী সচেতন মহলের প্রতিনিধিরা। তারা বলেন, অবৈধ ইটভাটা উচ্ছেদে উপজেলা প্রশাসনের নীরবতা স্থানীয় দুর্নীিিতবাজদের উৎসাহিত করা হচ্ছে। এসব প্রতিনিধিরা অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন। উপজেলার ছলিমপুর গ্রামের কয়েকজন কৃষক ও শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, সংবাদ প্রকাশের পর স্থানীয় গ্রামবাসি আনন্দ প্রকাশ করেন। তাদের বিশ্বাস ছিলো টাকার বিনিময়ে অবৈধ কার্যক্রম চালালেও ইটভাটা মালিক মিনহাজের বিরুদ্ধে এবার উপজেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে এবং সেখান থেকে ইটভাটা উচ্ছেদ করে এলাকায় সুষ্ঠু পরিবেশ তৈরী হবে। তারা জানান, তথ্য প্রমানসহ সংবাদ প্রকাশের পর সু-চতুর মিনহাজ উদ্দিন তার কয়েকজন সহযোগিকে সাথে নিয়ে স্থানীয় ক্ষমতাশীন দলের কয়েক শীর্ষ নেতাদের মাধ্যমে প্রায় লক্ষাধিক টাকা খরচ করেছেন। তাদের দাবি এই টাকার বিনিময়ে সে সকলকে ম্যানেজ করেছে। যার কারণে এখন আরো দাপটের সাথে অবৈধ ইটভাটার কার্যক্রম চালাচ্ছে। এবিষয়ে জানতে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পরাভীনের সাথে সেল ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। প্রসঙ্গত; কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নে কৃষি জমির উপর নির্মিত অবৈধ মিতা ব্রিকসের নামে ২০১৫ সালে পরিবেশ অধিদপ্তর ও সাতক্ষীরা জেলা প্রশাসন ভাটা উচ্ছেদের নির্দেশনা প্রদান করেন। কিš’ ঘটনার ৩ বছর পরও ভাটার কার্যক্রম চললেও নীরবতা পালন করছে কলারোয়া উপজেলা প্রশাসন। ‘মিতা ব্রিকস’ নামের ওই ইটভাটার মালিক ছলিমপুর গ্রামের মৃত ছেপাতউল্লাহ সরদারের ছেলে স্থানীয় প্রভাবশালী মিনহাজ উদ্দীন।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com