|
উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ অমান্যকলারোয়ায় সরকারি জমি দখলের অভিযোগ
আজকের কলারোয়া -
05/04/2018
কলারোয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অমান্য করে সরকারি জমিতে পাকা ঘর নির্মানের অভিযোগ উঠেছে। আর এ অবৈধ কাজে প্রকাশ্যে সহযোগিতা করছে ভুমি অফিসের কর্মকর্তা খলিলুর রহমান। পৌরসদরের মির্জাপুর এলাকায় আব্দুর রহিম এতিমখানার সাইন বোর্ডের আড়ালে কোটি টাকার এ সরকারি জমি দখল ও ঘর নির্মাণের কাজ করছে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিষেধাজ্ঞাজারীর পরও পাকাঘার নির্মাণ চলমান থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসি। তারা এ বিষয়ে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করে আইন অমান্যকারী আব্দুর রহমানের কঠোর শাস্তি, অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন। একই সাথে ইন্ধনদাতা ভুমি কর্মকর্তা খলিলুর রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মানিরা পারভীন জানান, সরকারি জমিতে পাকা ঘর নির্মাণের চেষ্টা করছিলো বলে আমি জেনেছি। সেখানে ঘর নির্মাণ বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। তবে নতুন করে কাজ শুরু করার বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান। তিনি আরো বলেন, আমি এ বিষয়ে খোজ নিচ্ছি, নির্দেশনা অমান্য করে সরকারি জমি দখল করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
|