Home
 
কলারোয়ায় অসহায় মহিলাদের
মেশিন বিতরণ

আজকের কলারোয়া - 05/04/2018
কলারোয়ায় অসহায় দরিদ্র মহিলাদের সাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) জেস ফাউন্ডেশনের কমিউনিটি ডেভেলমেন্ট প্রেগ্রামের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১২ জন অসহায় মহিলাকে প্রশিক্ষন শেষে এ মেশিন ও অর্থ বিতরণ করা হয়। ১ এপ্রিল রোববার সকাল ১১টার দিকে প্রকল্প সমন্বয়কারী মিঠু সরদারের সভাপতিত্বে পৌর সদরের ডাকবাংলা সংলগ্ন জেস ফাউন্ডেশনের প্রকল্প অফিসে আলেচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময়ের কলারোয়া প্রতিনিধি মোস্তাক আহমেদ। অনুষ্ঠানে অসহায় ৫জন মহিলাকে বিনামূল্যে সেলাই মেশিন এবং অপর ৭ জনের (নিজস্ব মেশিন থাকায়) নগদ তিন হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া সেলাই প্রশিক্ষন কোর্স সমাপনী সনদপত্র প্রদান করা হয়। এর আগে তাদেরকে ১৬ দিনের প্রশিক্ষন দেয়া হয়েছিলো। প্রশিক্ষন প্রদান করেন পাপিয়া সুলতানা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেস ফাউন্ডেশন কর্মকর্তা কামরুল ফিরোজ, মোস্তাফিজুর রহমান, সাংবাদিক এমএ কাশেম, ফাতেমা প্রিন্টিং প্রেসের পারিচালক রেজাউল ইসলামসহ প্রশিক্ষনপ্রাপ্ত মহিলারা।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com