Home
 
কলারোয়ায় ৪০দিনের কর্মসৃজন প্রকল্প
২য় ধাপের রাস্তার কাজের উদ্বোধন

আজকের কলারোয়া - 14/04/2018
কলারোয়ায় ৪০দিনের কর্মসৃজন প্রকল্পের ২য় ধাপের রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার ৭নং চন্দনপুর ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে এ রাস্তার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সুলতানা জাহান। অন্যদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস, আমজের আলী, আনোয়ার হোসেন, আ.লীগ নেতা শওকত আলী, ইউপি সদস্য হাসান মাসুদ পলাশ প্রমুখ। উল্লেখ্য- চন্দনপুর ইউনিয়নের হিজলদী আনছার শেখের বাড়ী হতে দাড়কী জয়নদ্দিনের বাড়ীর সোনাই নদীর খাল পাড় পর্যন্ত রাস্তা সংস্কার করার জন্য কর্মসৃজন প্রকল্পের ২য় ধাপের কাজের উদ্বোধন করা হয়।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com