|
কলারোয়ায় ৪০দিনের কর্মসৃজন প্রকল্প২য় ধাপের রাস্তার কাজের উদ্বোধন
আজকের কলারোয়া -
14/04/2018
কলারোয়ায় ৪০দিনের কর্মসৃজন প্রকল্পের ২য় ধাপের রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় উপজেলার ৭নং চন্দনপুর ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে এ রাস্তার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সুলতানা জাহান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস, আমজের আলী, আনোয়ার হোসেন, আ.লীগ নেতা শওকত আলী, ইউপি সদস্য হাসান মাসুদ পলাশ প্রমুখ।
উল্লেখ্য- চন্দনপুর ইউনিয়নের হিজলদী আনছার শেখের বাড়ী হতে দাড়কী জয়নদ্দিনের বাড়ীর সোনাই নদীর খাল পাড় পর্যন্ত রাস্তা সংস্কার করার জন্য কর্মসৃজন প্রকল্পের ২য় ধাপের কাজের উদ্বোধন করা হয়।
|