Home
 
কলারোয়ায় মঙ্গল শোভাযাত্রা, লাঠিখেলাসহ
বাঙ্গালীয়ানা সাঝে পহেলা বৈশাখ উদযাপন

আজকের কলারোয়া - 14/04/2018
কলারোয়ায় বর্ণিল আয়োজন ও উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে বাঙালী জাতির ইতিহাস-ঐতিহ্যের ধারক পহেলা বৈশাখ ১৪২৫ উদযাপন করা হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাতী সংগীত ও মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে দিনভর বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পহেলা বৈশাখ উৎযাপন করা হয়। সকালে পাইলট হাইস্কুল মাঠে প্রভাতী সংগীতের মাধ্যমে বর্ষবরণের উৎসবের সূচনা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশিল সমাজ, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশ গ্রহনে মঙ্গল শোভাযাত্রা পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রায় শিক্ষার্থীরা গ্রামীন বাংলার ঐতিহ্যের বিভিন্ন স্মারক বহন করে। সকাল ১০টায় শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এসময় তারা গ্রামীন ঐতিয্যের নান স্বৃতি প্রদর্শন করেন। এছাড়া ঐতিয্যবাহী লাঠি খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ গ্রামীন সাজে নিজেদের প্রকৃত বাঙ্গালীয়ানা রূপে পরিপূর্ণ করে তোলে। এছাড়া উপজেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ ১২টি ইউনিয়নে পহেলা বৈশাখ উদযাপনে দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন বিনোদন মূলক অনুষ্ঠানের আয়োজন করে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com