|
কলারোয়ায় ১২’শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক - ২
আজকের কলারোয়া -
14/04/2018
কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১ হাজার ২’শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার (১৪ এপ্রিল) ভোর ৫টার দিকে উপজেলার রঘুনাথপুর গ্রাম থেকে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার রঘুনাথপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে মাদক ব্যবসায়ী নিজাম উদ্দিন (৩১) ও হাটুনি গ্রামের মৃত, শুকুর আলীর ছেলে জব্বার আলী (২৬)।
থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা ইয়াবা’র একটি বড় চালান পাচারের জন্য মাদক ব্যবসায়ীরা উপজেলার রঘুনাথপুর গ্রামে অবস্থান করছে। তিনি বলেন, এমন সংবাদের ভিত্তিতে তিনিসহ থানা পুলিশের একটি দল দ্রুত রঘুনাথপুর গ্রামে চিহ্নিত মাদক ব্যবসায়ী ইউসুফ আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখান অবস্থান করা মাদক ব্যবসায়ী ইউসুফ ও জব্বারকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী ঘরের মধ্যে থেকে ১ হাজার ২’শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা (নং-৩০) দায়ের করা হয়েছে। আটককৃত দুই মাদক ব্যবসায়ীকে বেলা দুইটার দিকে আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।
|