Home
 
পুলিশের দাবিকৃত ৫০ হাজার টাকা না দেয়ায়
নাশকতা মামলায় ফেসে গেলেন বীমা কর্মী !!

আজকের কলারোয়া - 14/04/2018
কলারোয়ায় চাচাতো ভাইয়ের সাথে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পুলিশের দাবিকৃত ৫০ হাজার টাকা না দেয়ায় নাশকতা মামলায় ফেসে গেলেন আব্দুল আলীম নামের এক বীমা প্রতিষ্ঠানের কর্মী। সে উপজেলার কামারায়ালী গ্রামের মৃত সোবাহান মোড়লের ছেলে। মঙ্গলবার সকালে অফিসে আসার পথে ওফাপুর নামক স্থান থেকে কলারোয়া সরসকাটি পুলিশ ফাড়ির এএসআই সুমন তাকে আটক করে সন্দিগ্ধ আসামী বানিয়ে কলারোয়া থানার মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করেন। ঘটনার সময় এএসআই সুমন তার নিকট থেকে বীমার আদায়কৃত টাকা ও ব্যবহৃত ৫০ সিসি মোটরসাইকেল জোরপূর্বক কেড়ে নেয়ার অভিযোগ করা হয়েছে। আব্দুল আলীমের স্ত্রী বিলকিছ খাতুন জানান, জমাজমি নিয়ে বিরোধ থাকায় প্রতিবেশি চাচাতো ভাই আলীমকে শায়েস্তা করতে সরসকাটি ফাঁড়ি পুলিশকে ম্যানেজ করে। পরে ফাড়ি পুলিশ মোটা অংকের টাকার লোভে আলীমকে আটক ও একটি নাশকতা মামলায় চালান দেয়ার আশ্বাস দিয়ে তাকে খুজতে থাকে। তিনি বলেন, বিষয়টি জেনে তার স্বামী আলীম এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় কয়েক সংবাদ কর্মীকে ঘটনাটি জানিয়ে রাখে। সম্প্রতি সরসকাটি পুলিশ ফাঁড়ির এএসআই সুমন গোপনে যোগাযোগ করে আলীম ও তার স্বজনদের কাছে ৫০ হাজার টাকা দাবি করে। না হলে উপরের চাপ আছে তাকে ধরে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হবে বলে জানায়। তিনি বলেন, তার স্বামী আলীম পুলিশের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে এএসআই সুমন দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। এঘটনার পর গত মঙ্গলবার সকাল ১০টার দিকে আব্দুল আলীম বড়ি থেকে মোটর সাইকেল যোগে তার কর্ম¯’ল কলারোয়ায় যাওয়ার পথে ওফাপুর মোড় নামক স্থানে পৌছালে এএসআই সুমন আলীমকে আটক করেন। এসময় কেড়ে নেয় তার কাছে থাকা বীমার প্রিমিয়াম কালেকশনের বেশকিছু টাকা ও তার ব্যবহৃত ৫০ সিসি মোটরসাইকেল। পরে এএসআই সুমন দেরি না করে পুলিশের সৃষ্টি করা একটি নাশকাতার মামলায় সন্দিগ্ধ আসামী করে তাকে কলারোয়া থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। আব্দুল আলীমের শ্যালক হাবিবুর রহমান জানান, পুলিশ চাঁদা দাবি করে না পেয়ে দোলাভাইকে ধরে মিথ্যা মামলায় চালান দিয়েছে। তার নিকট থেকে কেড়ে নেয়া মোটর সাইকেলটি ক্যাম্পে নিয়ে আসতে গেলে এএসআই সুমন ফের ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে গাড়ির কাগজ পত্র নেই এমন কথা বলে মোটরসাইকেল ছিনতাই চক্রের আসামী করার হুমকি দিয়ে পাঠিয়ে দেয়। আলীমের শ্বশুর আওয়ামী লীগের প্রবীন নেতা মশিয়ার রহমান জানান, বিষয়টি জানতে পেরে আমি অনেক আগেই কলারোয়া উপজেলা আ.লীগের শীর্ষ নেতাদের ঘটনাটি অবহিত জানিয়ে রাখি। সরসকাটি পুলিশ ফাড়ির এএসআই সুমন জানান, আমার বিরুদ্ধে ঘুষ দাবি বা আদায় করার অভিযোগ মিথ্যা। আটক মোটরসাইকেলটি ওয়ানটেস্ট। সঠিক কাগজপত্র পেলে ছেড়ে দেয়া হবে। এছাড়া কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে, তাকে আটক করে জেল-হাজতে পাঠানো হবে। কলারোয়া সরসকাটি পুলিশ ফাড়ির (উপ-পরিদর্শক) এসআই মাজরেহা হুসাইন বলেন, এসব অভিযোগ সঠিক নয়। ফাড়ি পুলিশ এলাকায় শান্তি-শৃংখলা বজায় রাখার জন্য কাজ করছে। তিনি বলেন, পুলিশের ভাবমুর্তি নষ্ট করার চেষ্টা করছে। এছাড়া মটরসাইকেলের বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com