|
কলারোয়ার জয়নগরে সরকারি গাছ বিক্রির অভিযোগ
আজকের কলারোয়া -
15/04/2018
কলারোয়ার জয়নগরে জামায়াত নেতার বিরুদ্ধে সরকারি রাস্থার উপরের চারটি মেহগনি গাছ বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে- কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের উত্তর ক্ষেত্রপাড়া গ্রামের তমেজ মোড়লের ছেলে জামায়াত নেতা দিদার মোড়লের বিরুদ্ধে ওই গুরুতর অভিযোগ। তিনি সরসকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় হতে উত্তর ক্ষেত্রপাড়া জব্বার লন্ডির বাড়ী অভিমুখে কাঁচা রাস্থার উপর সরকারি চারটি মেহগনি গাছ বিক্রি করেছেন। ক্রেতা জৈনক কাঠ ব্যবসায়ী ওই গাছের একটি গাছ কেটে মাটিতেও ফেলিয়েছেন। সংশ্লিষ্ট কতৃপক্ষের অনুমতির তোয়াক্কা না করে জামায়াত নেতার সরকারি গাছ বিক্রি এলাকায় রীতিমতো হৈই চই পড়েছে।
এবিষয় জয়নগর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মুনজির আহমেদ বলেন, বিষয়টি আমার নলেজে আছে। আমি দেখছি।
কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পরভীন জানান- আমি স্থানীয় তহশীলদারকে বলেছি। কোন অবস্থাতেই সরকারি রাস্থার উপরের গাছ বিক্রি করা যাবেনা।
|