Home
 
কলারোয়ায় অজ্ঞাত এক মানষিক প্রতিবন্ধির
লাশ উদ্ধার

আজকের কলারোয়া - 15/04/2018
কলারোয়ায় অজ্ঞাত এক মানষিক প্রতিবন্ধির (৩৯) লাশ উদ্ধার করা হয়েছে। থানা পুলিশ রবিবার সন্ধ্যা সাড়ে ছয় টার দিকে পৌর সদরের তুলশীডাঙ্গা¯' রইচ উদ্দীনের পরিত্যক্ত পুকুর থেকে এ লাশ উদ্ধার করে। কলারোয়া থানার ওসি তদন্ত জিয়াউর রহমান জানান, ¯'ানীয়দের দেয়া খবরের ভিত্তিতে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশের ওই পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরনে পুরাতন কালো রংয়ের ফুল প্যান্ট ও গায়ে টিশার্ট আছে। লাশের হাতে একটি আম ছিলো। ধারনা করা হচ্ছে গত দুই তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। মৃতের ঠিকানা সংগ্রহ ও মৃত্যুর কারন উদঘটনে তদন্ত শুরু হয়েছে। তুলশীডাঙ্গা গ্রামের মোস্তফা হোসেন ও আবুল কাশেম জানান, মৃত ব্যক্তি একজন মানষিক প্রতিবন্ধি। গত কয়েক মাস ধরে সে এলাকায় ভিক্ষা করে আসছিলো। দুই তিন দিন আগে ঝড়ের মধ্যে আম কুড়াতে যেয়ে সে পুকুরে পড়ে মরা যেতে পারে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com