Home
 
কলারোয়ায় এক শিক্ষার্থীর চিকিৎসার্থে
সহযোগিতা প্রদান

আজকের কলারোয়া - 23/04/2018
কলারোয়ায় এক শিক্ষার্থীর চোখের চিকিৎসার্থে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। কলারোয়া মডেল হাইস্কুলের সদ্য সাবেক শিক্ষার্থী ও চলতি ২০১৮ সালে এসএসসি পরীক্ষার ফলপ্রার্থী রাসেল আলমের চোখের দৃষ্টিশক্তি লোপ পাওয়ায় তার চিকিৎসার্থে আর্থিক সহযোগিতার জন্য তোলা অর্থ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদের নিকট হস্তান্তর করেন ওই স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন। সোমবার ২৩ এপ্রিল সকালে উপজেলা শিক্ষা অফিসে সহযোগিতার ১০হাজার ৪’শ টাকা হস্তান্তর করা হয়। সেসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব বিএম নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস, সহকারী শিক্ষক উজ্জ্বল কুমার, কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘের সাধারণ সম্পাদক আসিফ শাহারিয়ার প্রান্ত, অসুস্থ্য শিক্ষার্থী রাসেল ও রাসেলের মা, শিক্ষা অফিসের হিসাব রক্ষক শেখ জাহিদ হাসান, অফিস সহকারী সমর দেবনাথ, শিক্ষা অফিসের শহিদুল ইসলাম প্রমুখ। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ জানান- উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাসেলের চিকিৎসা বাবদ ১ লক্ষ টাকার মতো অর্থ সংগ্রহের আশা করা হচ্ছে। তিনি বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com