|
কলারোয়ায় ডিবি পুলিশের অভিযানইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী আটক
আজকের কলারোয়া -
23/04/2018
কলারোয়ায় ৩৫০ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার কয়লা ইউনিয়নের কুমারনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলো- কলারোয়া পৌর সদরের গদখালী এলাকার মৃত রফিকুল মোড়লের ছেলে কবিরুল ইসলাম কালু (২৮), উপজেলার কুমারনাল গ্রামের মৃত নুরুল ইসলাম মোল্যার ছেলে আরিফুল ইসলাম মোল্যা (২১), একই এলাকার ইসহাক বিশ্বাসাসের ছেলে আরিফুল বিশ্বাস (২৭), সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মো: মাহামুদুল হক বাবু (৩৫), একই
গ্রামের মৃত আব্দুল খালেক দালালের ছেলে মশিউর রহমান মনি (৩৩) x মৃগীডাঙ্গা গ্রামের রয়িচ উদ্দিনের ছেলে আনারুল ইসলাম সরদার (৪৭)।
ডিবি পুলিশের পরিদর্শক জুলফিকার আলী জানান- কলারোয়া উপজেলার কুমারনাল গ্রামে মাদক ব্যবসায়ীরা মাদক বিকিকিনি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৩৫০পিস ইয়াবাসহ উক্ত ৬ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি আরো জানান- আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
|