Home
 
কলারোয়া উপজেলা জাসদের সম্মেলন
সভাপতি আনোয়ার হোসেন, সম্পাদক আব্দুর রাজ্জাক

আজকের কলারোয়া - 23/04/2018
কলারোয়া উপজেলা জাসদের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কলারোয়া শাখার আয়োজনে পাবলিক ইনস্টিটিউট চত্ত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি এড. রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহ.সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দীন মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, সহ-সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু, জেলা জাসদের সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর শেলি, জাতীয় কৃষক জোট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জাতীয় নারী জোট সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক জান্নতুল ফেরদৌস বিনা, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম, জাতীয় যুব জোট সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক মিলন ঘোষাল প্রমুখ। বক্তরা জঙ্গীবাদ-ধর্মীয় উগ্রবাদকে পরাজিত করতে ঐক্যবদ্ধ লড়াই অব্যাহত রাখা,দুর্নীতি বৈষম্যের অবসান করা, সুশাসন অংশগ্রহন মুলক গণতন্ত্র-সমাজতন্ত্রের সংগ্রাম এগিয়ে নেওয়ার আহবান জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কলারোয়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক। কাউন্সিলে বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনকে সভাপতি ও অধ্যাপক আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com