Home
 
শতকরা ৩০% কমিশন দিয়েও মৃল্যহীন !
কলারোয়ায় ধাতব মুদ্রার কয়েন নিয়ে বিপাকেব্যবসায়ী

আজকের কলারোয়া - 24/04/2018
কলারোয়ায় ১ ও ২ টাকার কয়েন নিয়ে বিপাকে পড়ছেন ব্যবসায়ীরা। বিশেষ করে ১টাকার কয়েন নিতে চায় না কেউ। কলারোয়া বাজারসহ উপজেলার ১২টি ইউনিয়নের সকল বাজারের অধিকাংশ ছোট-বড় মুদি ও অন্যান্য দোকান গুলোতে ধাতব মুদ্রার ১/২ টাকার কয়েন নিয়ে বিপাকে, বিব্রত আর অহেতুক বিরম্বনার সম্মুখিন হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। সংখ্যায় ২/১টি কয়েন নিতে চায়লেও একটু বেশি সংখ্যায় হলে আর ১ ও ২ টাকার কয়েন নিতে চান না ক্রেতা ও বিক্রেতা উভয়ই। ফলে প্রতিনিয়ত ব্যবসায়ীদের সাথে ক্রেতাদের কথা কাটাকাটি ও বাকবিতন্ডা ঝগড়াতেও রূপ নিতে দেখা যায় শুধুমাত্র কয়েনকে ঘিরে। এমনকি শতকরা কমিশন দিয়েও চালাতে পারছেন না অধিক সংখ্যক ১ ও ২ টাকার ধাতব মুদ্রার কয়েন। মূল্য থাকলেও মূল্যহীন হয়ে পড়েছে এগুলো, যেন অচল পয়সা। কলারোয়া বাজারের ব্যবসায়ী মিন্টু জানান- ‘রেজগি পয়সা (খুচরা কয়েন) নিয়ে কথা কাটাকাটি হয় কাস্টমারদের সাথে। তাছাড়া বিভিন্ন কোম্পানি গুলোর ডেলিভারি ম্যানরাও পণ্য ডেলিভারি দিয়েও ব্যবসায়ীদের কাছে রেজগি নিতে অস্বীকৃতি জানান।’ বেকারীর মালিক আজাহরুল জানান- ‘তার ব্যবসা প্রতিষ্ঠানে ১, ২ ও ৫ টাকার কয়েন কমপক্ষে আড়াই লাখ টাকা অলস পরে আছে। যেন বাজারে মৃল্যহীন হয়ে গেছে।’ তিনি আরো জানান- ‘তিনি শতকরা ৩০% কমিশন দিয়েও ধাতব মুদ্রার এই কয়েন চালাতে পারছেন না।’ অনেক ব্যবসায়ীরা অভিযোগ করে জানান- ‘সরকারি, বেসরকারি কোন ব্যাংক-বীমাও ধাতব মুদ্রা নেয় না। এমন কি ২/৫/১০ টাকার কাগুজে নোট পর্যন্ত নিতে অস্বীকৃতি জানান। ধাতব মুদ্রার কয়েনগুলোর গতি আনতে কিংবা কয়েন বিড়ম্বনার প্রতিকার করতে সরকারের ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভূক্তভোগিরা।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com