Home
 
কলারোয়ার রাসেলের চিকিৎসা সহায়তা
জিকেএমকে পাইলট হাইস্কুলের পক্ষ থেকে অর্থ প্রদান

আজকের কলারোয়া - 25/04/2018
দৃষ্টিশক্তি হারাতে বসা এস.এস.সি’র ফলপ্রার্থী কলারোয়ার রাসেলের চিকিৎসা সহায়তা হিসেবে কলারোয়া সরকারি (প্রক্রিয়াধীন) জিকেএমকে পাইলট হাইস্কুলের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বুধবার সকালে পাইলট হাইস্কুলের অফিস কক্ষে প্রধান শিক্ষক আব্দুর রব প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নগদ ৮ হাজার ৬ শত ৭৩ টাকা তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদের হাতে। এ সময় পাইলট হাইস্কুলের অফিস রুমে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশিদ, সহকারী প্রধান শিক্ষক আবদুর রকীবসহ অন্যান্য শিক্ষকমন্ডলী। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে ওই মেধাবী ছাত্রের জন্য সাহায্য নিয়ে এগিয়ে আসছে তাতে করে দ্রুতই চিকিৎসার জন্য লক্ষাধিক টাকা সংগৃহীত হবে বলে আশা করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com