|
‘যে মুখে ডাকি মা-সে মুখে মাদককে বলি না’কলারোয়ায় এসপির পক্ষে ক্লাস রুটিন বিতরণ
আজকের কলারোয়া -
25/04/2018
কলারোয়ার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবান্ধব পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমানের নির্দেশনায় বিতরণ করা হচ্ছে ক্লাস রুটিন। বুধবার বেলা দেড়টার দিকে কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেবনাথ পুলিশ সুপারের পক্ষে ক্লাস রুটিন নিয়ে উপস্থিত হন কলারোয়া পৌর সদরের বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে। ক্লাস রুটিনে লেখা ‘যে মুখে ডাকি মা–সে মুখে মাদককে বলি না,’ ‘বাল্য বিবাহকে না বলি–বাল্য বিবাহকে প্রতিরোধ করি’ এবং ‘জঙ্গী–মাদকের প্রতিকার বাংলাদেশ পুলিশের অঙ্গীকার’ সেøাগানগুলো শিক্ষক–শিক্ষার্থীদের মন ছুঁয়ে যায়। বিদ্যালয়ে ক্লাস রুটিন বিতরণকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সহকারী শিক্ষক আব্দুদ দাইয়ান, আবু বকর ছিদ্দীক, আনারুল ইসলাম, তজিবুর রহমান প্রমুখ। পুলিশ সুপারের নির্দেশনায় জঙ্গি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে প্রচারের অংশ হিসেবে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস রুটিন বিতরণ করা হচ্ছে।
|