Home
 
কলারোয়ায় ডিবিসির ইলেকশন এক্সপ্রেস লাইভ প্রোগ্রাম
মুখোমুখি বিভিন্ন দলের নেতারা

আজকের কলারোয়া - 25/04/2018
আগামি ১১তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেসরকারি টিভি চ্যানেল ‘ডিবিসি’ (ঢাকা বাংলা চ্যানেল) আয়োজিত ইলেকশন এক্সপ্রেস লাইভ প্রোগ্রামের অংশ হিসেবে ১০৫, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে সম্ভাব্য প্রার্থী, দলীয় মনোনয়ন প্রত্যাশী ও তাদের প্রতিনিধিদের সাক্ষাতকারমূলক অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হয়েছে। বুধবার ২৫ এপ্রিল দিনভর কলারোয়া ও তালা উপজেলায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়। রাত ৯টায় কলারোয়া উপজেলার কাজীরহাট হাইস্কুল চত্বরে বঙ্গবন্ধু সৈনিকলীগের কেন্দ্রীয় সহ.সভাপতি সরদার মুজিব ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবের প্রতিনিধি হিসেবে উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক বজলুর রহমান আগামি নির্বাচন নিয়ে খোলামেলা কথা বলেন। এর আগে, সন্ধ্যায় কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আ.লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন ও উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব প্রধান শিক্ষক আব্দুল্লাহেল বাবু, তালা উপজেলা পরিষদ চত্বরে বর্তমান সাংসদ ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি এড.মুস্তফা লুৎফুল্লাহ ও সাবেক সাংসদ জেলা আ.লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেত্রী লায়লা পারভীন সেজুতিকে নিয়ে অনুষ্ঠান সম্প্রচারিত হয়। অনুষ্ঠান গুলোতে নিজেদের ও দলের পক্ষে কথা বলেন সম্ভাব্য ইচ্ছুক প্রার্থীরা। এর পাশাপাশি সাধারণ জনগণের মতামত, ভাষ্য ও বিশ্লেষনও সংযুক্ত হয় ইলেকশন এক্সপ্রেসের লাইভ প্রোগ্রামে। রাতে কলারোয়ার কাজীরহাটে আয়োজিত ওই অনুষ্ঠানে আ.লীগ ও বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সরদার মুজিব বলেন- ‘সাতক্ষীরা-১ আসনে বিগত দিনে আশানুরূপ উন্নয়ন হয়নি। আ.লীগের রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে আগামি নির্বাচনে নৌকা প্রতীক পেলে জনগণকে সাথে নিয়ে বিপুল ভোটে জয়লাভ করার আশা রাখি।’ বিএনপির অধ্যাপক বজলুর রহমান বলেন- ‘প্রশাসনের চাপে কলারোয়ায় দৃশ্যত বিএনপি প্রচারণায় না থাকতে পারলেও আগামি নির্বাচনে দল অংশ নিলে ২০দলীয় জোটের একমাত্র প্রার্থী বিএনপির হাবিবুল ইসলাম হাবিব অবশ্যই জয়লাভ করবে। আমরা ঘরে ঘরে প্রচারণা চালিয়ে যাচ্ছি।’ অনুষ্ঠানে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সম মোরশেদ আলী, হারুন অর রশীদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাকসহ স্থানীয় সাধারণ জনতা উপস্থিত ছিলেন।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com