|
কলারোয়ায় কৃষক নির্যাতনের অভিযোগ
আজকের কলারোয়া -
26/04/2018
কলারোয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক কৃষককে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে তাকে আহত অবস্থায় কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার বিকেলে ও সোমবার রাতে উপজেলার ভাদিয়ালীতে ওই ঘটনা ঘটে। এ বিষয়ে কলারোয়া থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে- উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের উত্তর ভাদিয়ালী গ্রামের মৃত মুজিদ মিস্ত্রীর ছেলে কৃষক আনিছুর রহমান (৩০) তার পৈত্রিক জমিতে বসাবাস করে আসছে। কতিপয় প্রতিপক্ষরা তার বসত বাড়ী দখলের চেষ্টা চালিয়ে আসছিলো। এক পর্যায়ে সোমবার ও মঙ্গলবার দুই দফায় কৃষক আনিছুর রহমানের উপর হামলা করে আহত করে।
তিনি কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।
|