Home
 
কলারোয়ায় ক্ষুদ্র ঋণ কর্মসূচির
দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

আজকের কলারোয়া - 24/04/2018
কলারোয়া উপজেলা পর্যায়ে ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট জনবল ও সুফলভোগীদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা অফিস আয়োজিত ৫ দিন ব্যাপি প্রশিক্ষণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ ও কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ২৪ এপ্রিল দুপুরের দিকে উপজেলা অফিসার্স ওয়েলফেয়ার ক্লাবে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেনসহ সংশ্লিষ্ট প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসনে। এদিকে, উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ও ইউএনও’র অফিস কক্ষে পৃথক অনুষ্ঠানে উপজেলা কৃষি ঋণ কমিটির সভা, ন্যাশনাল সার্ভিস কর্মসূচীতে ক্লাস নেওয়া, এবাএখা, প্রকল্পের অধীন গ্রাম উন্নয়ন সমিতির ম্যানেজারদের সম্মানী ভাতা প্রদান ও ২০১৭-১৮ অর্থ বছরের এডিপি’র টেন্ডারের লটারি অনুষ্ঠিত হয়। ইউএনও মনিরা পারভীনসহ সংশ্লিষ্টরা সেসময় উপস্থিত ছিলেন।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com