|
ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশে ফের ক্ষমতায় হাসিনা
আজকের কলারোয়া -
30/12/2018
ইতিহাস সৃষ্টির পথে শেখ হাসিনা। চতুর্থ বারের জন্য প্রধা্নমন্ত্রীর মসনদে বসতে চলেছেন বঙ্গবন্ধুর কন্যা। বিপুল আসন নিয়ে বাংলাদেশে ক্ষমতায় আসতে চলেছে আওয়ামি লিগ পার্টি। ভোট গণনা এখনও চলছে, তবে গণনার ফল ইঙ্গিত দিচ্ছে, বিএনপি-কে পিছনে ফেলে ইতিহাস সৃষ্টি করতে চলেছে আওয়ামি লিগ পার্টি। কারণ, যতগুলো আসনে ভোট গণনা চলছে বা শেষ হয়ে গিয়েছে গণনা, সেগুলোর মাত্র তিন-চারটি আসন ছাড়া বাকি সবগুলোতেই হয় বিপুল ভোটে এগিয়ে রয়েছেন, নয় জয়ী হয়েছেন আওয়ামি লিগ পার্টি প্রার্থীরা।
|